বাঙালি সাজে দুর্গার কাছে প্রার্থনা জানাতে নবমীর কলকাতায় ঘুরে গেলেন মল্লিকা শেরওয়াত

বাঙালি সাজে দুর্গার কাছে প্রার্থনা জানাতে নবমীর কলকাতায় ঘুরে গেলেন মল্লিকা শেরওয়াত

বাঙালি সাজে দুর্গার কাছে প্রার্থনা জানাতে নবমীর কলকাতায় ঘুরে গেলেন মল্লিকা শেরওয়াতনিজের টিভি শো `দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া- মেরে খেয়ালোকি মল্লিকা`-র জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করতে নবমীতে কলকাতা ঘুরে গেলেন মল্লিকা শেরওয়াত।

আন্তর্জাতিক টেলিভিশন শো `দ্য ব্যাচেলর` অনুকরণে তৈরি মল্লিকার শো গত ৭ অক্টোবর থেকে টিভির পর্দায় দেখা যাচ্ছে। এই শোতে জালেবি বাইকে ইম্প্রেস করতে উঠে পড়ে লেগেছেন প্রতিযোগীরা।

রবিবার বৃষ্টিভেজা নবমীতে একদিনের সফরে কলকাতায় এসেছিলেন মল্লিকা শেরওয়াত। কিন্তু তিনি প্যান্ডেলে ঢোকার সময়ই কোনও ভাবে তাঁর আসার কথা ছড়িয়ে পরে। তাঁর গাড়ি ঘিরে এতটাই ভিড় জমে যার জেরে গাড়ি থেকে নামতেই পারেননি তিনি।

পরে মল্লিকার শো-এর কর্মকর্তারা পুজো কমিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কড়া পাহারায় মল্লিকার প্যান্ডেলে ঢোকার ব্যবস্থা করেন।

আটপৌরে করা পড়া লাল সাদা শাড়িতে মল্লিকা এক্কেবারে বাঙালিদের মতই দেখতে লাগছিলেন। তাঁর কপালেও ছিল বাঙালি স্টাইলের বড় লাল টিপ। প্যান্ডেলে মা দুর্গার কাছে প্রার্থনার পর ধুনুচি নাচ করতেও দেখা যায় তাঁকে।




First Published: Tuesday, October 15, 2013, 18:18


comments powered by Disqus