Last Updated: Saturday, September 7, 2013, 17:31
ভারতের যোগ্যতম ব্যাচেলরটি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাহুল গান্ধী থেকে বিরাট কোহলি, রণবীর কাপুর থেকে অভিনব বৃন্দা, সালমন খান, যুবরাজ সিং, সিদ্ধার্থ মালিয়া, শহীদ কাপুর,...এ,ও সে কতনাম, কত মুখইতো চোখের সামনে ইতিউতি ভুসভাস করে ভেসে ওঠে। কিন্তু এই লিস্টির টপ ফ্লোরে যদি কেউ গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসানোর বাসনা প্রকাশ করেন? অবশ্যি কারোর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে বক্তব্য পেশ খুব একটা রুচি সম্মত নয়। কিন্তু ইনিতো আর যে সে নন। খোদ নরেন্দ্র মোদী। যখন মোদী মহাশয়কে ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর রূপে বেছে নেওয়া হয় এবং বেছে নেন লাস্যময়ী আইটেম গার্ল মল্লিকা শেরওয়াত তখন সেটা ব্যক্তিগত শব্দের সীমানা টপকিয়ে সেনসেশনল নিউজ হয় বইকী!