Last Updated: March 3, 2014 22:29

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুনমুন সেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে। আজ সন্ধেয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মুনমুন সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় পঁয়তাল্লিশ মিনিট সেখানে ছিলেন তিনি। তৃণমূলের অন্দরের খবর, এ বারের লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে বেশকিছু নতুন মুখ।
রাজনৈতিক নেতাদের বাইরে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবেও কয়েকজনকে প্রার্থী করা হতে পারে। এই অবস্থায় মুনমুন সেনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুনমুন সেনের দেওর জিষ্ণু দেববর্মণ ত্রিপুরায় তৃণমূলের প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে।
First Published: Monday, March 3, 2014, 22:30