Last Updated: March 1, 2014 23:02

ভোটের মুখে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, শেষ হয়ে যাওয়া একগুচ্ছ প্রকল্পের কথাও। এবং সেই সঙ্গে বিরোধীদের সমালোচনার জবাবে বললেন, শুধু ভোটের মুখে শিলান্যাসের রাজনীতি তিনি করেন না।
এই ধারাবাহিক উন্নয়নে টিম পশ্চিমবঙ্গ সরকারকে দরাজ সার্টিফিকেট দিতেও ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু শিলান্যাসের রাজনীতি করেন। প্রকল্পও বাস্তবায়িত হয় না। মানুষও তার সুফল পায় না। শনিবার বিরোধীদের এই অভিযোগের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, শুধু ভোটের মুখে তিনি কাজ করেন না। সারা বছর ধরে উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে যায় তার সরকার।
রাজ্যের ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ায় টিম পশ্চিমবঙ্গ সরকার যে খুব ভাল কাজ করছে, সে কথাও দরাজ গলায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। টিমের আম্পায়ারও ভাল কাজ করছে বলে মুখ্যমন্ত্রী নিজেই কি নিজেকে সার্টিফিকেট দিলেন? সমালোচকদের একাংশের মতে, নিজেই নিজের সরকারের ঢালাও প্রশংসা করে আসলে বিরোধীদের মুখ বন্ধ রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
First Published: Saturday, March 1, 2014, 23:02