Last Updated: January 23, 2012 22:41

ইংলিশ প্রিমিয়ার লিগের বড়ম্যাচে দুরন্ত জয় পেল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে লিগ শীর্ষে থাকা ম্যান সিটির উপর চাপ বজায় রাখলেন রুনিরা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে রায়ান গিগসের ক্রশে মাথা ছুঁইয়ে ম্যান ইউকে এগিয়ে দেন অ্যান্টনিও ভ্যালেন্সিয়া। যদিও ৭১ মিনিটে রবিন ভ্যান পার্সির গোলে সমতা ফেরায় আর্সেনাল। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে ভ্যালেন্সিয়ার পাস থেকে গোল করে ম্যান ইউকে দুরন্ত জয় এনে দেন ড্যানি ওয়েলব্যাক।
First Published: Monday, January 23, 2012, 22:45