Last Updated: Monday, June 11, 2012, 15:05
সোমবার ইউরো অভিযান শুরু করছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে রয় হজসনের দলের প্রতিপক্ষ হেভিওয়েট ফ্রান্স। ইংল্যান্ড কোচ যেখানে ভরসা রাখছেন স্টিভেন জেরার্ড,অ্যাসলে ইয়ংদের উপর, তেমনই ফ্রান্স কোচ লরা ব্লাঁয়ের তুরুপের তাস হতে পারেন ফ্র্যাঙ্ক রিবেরি, করিম বেনজামারা।