টুইটারে ছবি পোস্ট করলেন `ক্যান্সার মুক্ত` মনীষা

টুইটারে ছবি পোস্ট করলেন `ক্যান্সার মুক্ত` মনীষা

টুইটারে ছবি পোস্ট করলেন `ক্যান্সার মুক্ত` মনীষা কিছুদিন আগেই শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ। নিউ ইয়র্কে দীর্ঘ চিকিত্‍সার পর এখন সম্পূর্ণ সুস্থ মনীষা কৈরালা। স্বাভাবিক ভাবেই কেমোথেরাপির ফলে খোয়া গেছে চুল। এর আগে মাথায় পাগড়ি বাঁধা ছবি পোস্ট করেছিলেন টুইটে। তবে এবার পাগড়ি ছাড়াই সাহসী মনীষা নিজের ছবি পোস্ট করলেন টুইটে।

গত বছরই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন মনীষা। নিউ ইয়র্কের হাসপাতালে সুস্থ হয়ে ওঠার পর নিজের ফেসবুক পেজে লেখেন `ক্যান্সার ফ্রি`। গত বছরই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ভূত রিটার্নস। তাঁর বড় পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

First Published: Tuesday, July 23, 2013, 21:07


comments powered by Disqus