Last Updated: Tuesday, March 19, 2013, 17:59
গত বছর আটই অগাস্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভায় প্রশ্ন করে হাজতে যেতে হয়েছিল শিলাদিত্য চৌধুরীকে। আজ মুখ্যমন্ত্রী সভা করলেন বিনপুরে, যেখানে শিলাদিত্যর বাড়ি। ব্যাপক ক্ষতির মুখে পড়া স্থানীয় কৃষকরা আগেই বলেছিলেন, শিলাদিত্য হতে চান না বলেই তাঁরা মুখ্যমন্ত্রীকে কোনও সমস্যার কথা জানাবেন না। শিলাদিত্য আতঙ্কের ছায়াতেই ঢাকা থাকল বিনপুরে মুখ্যমন্ত্রীর সভা। অনেকটাই ফাঁকা রইল সভাস্থল। ৮ অগাস্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভায় ছিল উপচে পড়া ভিড়।