Last Updated: August 7, 2013 16:09

লাল গ্রহে এবার কিছুটা গোলাপী ছোঁয়া দিতে নাসার সঙ্গে হাত মেলাল পৃথিবীর বৃহত্তম খেলনা প্রস্তুতকারী সংস্থা ম্যাটেল। তার কল্যাণেই এবার বার্বির মঙ্গলযাত্রী অবতারের সাক্ষাৎ পেতে চলেছে তামাম দুনিয়া।
চলতি সপ্তাহের সোমবার ছিল নাসার মঙ্গল যান কিউরিওসিটির মঙ্গল পদার্পণের বছরপূর্তি। আর ওই দিনই মঙ্গলযাত্রীর পোষাকে বার্বি প্রথমবার প্রকাশ্যে এল। বার্বির সঙ্গে ছয় চাকার চলমান গবেষণা কেন্দ্রও পাওয়া যাবে। তবে বার্বির সঙ্গী এই গবেষণা কেন্দ্রেও আছে গোলাপী রংয়ের ডেক।
বার্বির স্টাইলিশ মহাকাশচারীর পোষাকে সাদা-গোলাপীর ঝকঝকে মিশেল। তার সঙ্গে রয়েছে গোলাপী হেলমেট, বুট আর স্পেস ব্যাগ। বার্বির এই নতুন কালেকশনের নাম ``কেরিয়ার ওফ দ্যা ইয়ার।``
তবে মহাকাশচারী অবতারে বার্বি এর আগেও দেখা দিয়েছে। বিশ্বের প্রথম মহিলা নভশ্চরের ভ্যালেন্তিনা তেরেস্কোভার মহাকাশ অভিযানের দু`বছর পর মিস অ্যাস্ট্রোনট নাম নিয়ে দেখা মিলেছিল বার্বির।
First Published: Wednesday, August 7, 2013, 16:09