Last Updated: Friday, June 29, 2012, 23:50
ফরাসি ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার পর উইম্বলডনেও সানিয়ার দুরন্ত ফর্ম অব্যাহত। মহিলাদের ডাবলসে আমেরিকার বেথানি মাটেকস্যান্ডসের সঙ্গে জুটি বেঁধে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া। ফরাসি জুটি স্টেফানি ফর্তেজ গ্যাকন-ক্রিস্টিনা লেডেনোভিককে হারিয়ে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দেয় ত্রয়োদশ বাছাই ইন্দো-আমেরিকান জুটি।