Last Updated: May 15, 2012 21:41

লিও মেসির মুকুটে সংযোজিত হল নতুন পালক। লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবাদে ইউরোপের সোনার বুট জিতে নিলেন মেসি। এবারের লিগে ৫০ গোল করেছেন মেসি।
মেসির পরেই আছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির থেকে ৪ কম অর্থাত্, ৪৬ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার।ইউরোপীয় ফুটবলের প্রথম ২ জন গোলদাতাই লা লিগার ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ৩০ গোল করে তৃতীয় স্থানে আছেন ডাচ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি।
First Published: Tuesday, May 15, 2012, 21:44