Last Updated: April 20, 2012 23:12

চেলসি ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি এবং ড্যানি অ্যালভেজ। হোটেলে এক সমর্থকের অটোগ্রাফ চাওয়াকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। মেসি অটোগ্রাফ দিতে চাইলেও সমর্থকদের ওপর তেড়ে যান অ্যালভেজ। হোটেলের গার্ড এসেও ঝামেলা মেটাতে না পারায় পুলিস ডাকতে হয়।
চেলসি ম্যাচে একটিও গোল পাননি মেসি। ফুটবলপ্রেমীরা মনে করছেন ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ানোর প্রভাব পড়েছে তাঁর খেলার ওপর।
First Published: Friday, April 20, 2012, 23:14