Last Updated: Thursday, December 20, 2012, 11:32
এবারও হল না স্বপ্নপূরণ। বারো বছরের খরা কাটিয়ে বিশ্বসুন্দরীর মুকুট আনতে পারলেন না ভারতের শিল্পা সিং। শেষ ষোলোতেই শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসর্ট অ্যান্ড ক্যাসিনোয় মিস ইউনিভার্সের শিরোপা পেলেন মিস ইউএসএ অলিভিয়া কালপো।