Last Updated: Saturday, October 8, 2011, 13:29
শেষপর্যন্ত বাংলাদেশের নদীর চরে উদ্ধার হল যাদবপুরের নিখোঁজ গবেষক সুজয় দাসের দেহ। আজ সকালে সাতক্ষীরা জেলার দেভাটা এলাকায় একটি দেহ পড়ে থাকতে দেখেন এক নৌকাচালক। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন প্যান কার্ড দেখে জানতে পারেন দেহটি সুজয় দাসের।