Last Updated: May 17, 2014 19:08

বারাণসী পৌছলেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশী বিশ্বনাথ দর্শনের পর সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।
আজ দিল্লির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করার পরে মোদী রওনা দেন বারাণসীর উদ্দেশে। মোদীর সঙ্গে বিমানে উঠেন অমিত শাহ ও রাজনাথ সিং। প্রচার পর্বের শেষ লগ্নে বারাণসীর সন্ধ্যা আরতিতে অংশ নিতে চেয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। সভা করতে চেয়েছিলেন বারাণসীতেও। কিন্তু প্রশাসন জনসভার অনুমতি না দেওয়ায় সন্ধ্যা আরতির কর্মসূচি বাতিল করে বিজেপি। মোদী জানিয়েছিলেন আরতির জন্য ফের আসবেন তিনি। বিপুল জয়ের পর আজ মোদী যাচ্ছেন বারাণসীতে। তাকে অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে বারাণসী। নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
First Published: Saturday, May 17, 2014, 19:08