Last Updated: Saturday, May 10, 2014, 17:05
নবম দফা ভোট প্রচারের শেষদিন বারানসীতে রোড শো করলেন রাহুল গান্ধী। কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের সমর্থনে আজ সকালে নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রে খোলা ট্রাকে চেপে রোড শো করেন কংগ্রেসের সহ সভাপতি। রাহুলের রোড শোয়ে হাজির ছিলেন কয়েক হাজার কংগ্রেস সমর্থক ।