Last Updated: October 19, 2013 19:53
স্পোর্টিং ক্লাব দ্য গোয়া (২) মোহনবাগান (১)আই লিগে মোহনবাগানের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত। শনিবার যুবভারতীতে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কাছে ১-২ গোলে হেরে যায় মোহনবাগান। আবার একগুচ্ছ গোল মিসের খেসারত দিতে হল মোহনবাগানকে। জোড়া গোল করে একাই মোহনবাগানকে বধ করলেন স্পোর্টিংয়ের বোইমা কারপে। এদিন ৪-৩-১-২ ছকে দলকে মাঠে নামান বাগান কোচ করিম বেঞ্চারিফা।
ম্যাচের দশ মিনিটের মধ্যে গোল করার দুটি সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন সাবেথ এবং মুরান্ডা। ম্যাচের ১৭ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে গোলমুখ খোলেন বোইমা। ম্যাচের ২৪ মিনিটে কাতসুমির গোল বাতিল করে দেন রেফারি।
ম্যাচের ৭৮ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন বোইমা।
খেলার শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানের ব্যবধান কমান এরিক মুরান্ডা। এই জয়ের ফলে আই লিগে পাঁচ নম্বর স্থানে উঠে আসলো গোয়ার এই দলটি। চার ম্যাচে দু পয়েন্ট পেয়ে দশম স্থানে মোহনবাগান।
First Published: Saturday, October 19, 2013, 19:56