Last Updated: Thursday, October 4, 2012, 16:38
গোয়ায় স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে আইলিগ অভিযান শুরুর আগে মাঠ নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।সংস্কারের জন্য এবার গোয়ার পরিচিত ফতোদরা স্টেডিয়ামে ম্যাচ হচ্ছেনা।গোয়ায় যাবতীয় ম্যাচ হবে তিলক ময়দানে।নবরূপে সজ্জিত এই স্টেডিয়ামে রয়েছে ফ্লাডলাইটও।রবিবার সন্ধে সাড়ে ছটায় ইস্টবেঙ্গল-স্পোর্টিং ক্লাব দ্য গোয়া ম্যাচ।প্রতিপক্ষ নিয়ে ধারনা থাকলেও,অচেনা মাঠ কপালে ভাঁজ ফেলছে মরগ্যানের।