Last Updated: March 15, 2014 20:36

রাংডাজেড (৩) মোহনবাগান
দোলের আগে মোহনবাগান বর্ণহীন হয়ে গেল। আই লিগে রাংডাজেডের কাছে ১-৩ গোলে হেরে গেল মোহনবাগান। শিলংয়ে আয়োজিত এই ম্যাচে চারটি গোলই হয় প্রথমার্ধে। মোহনবাগানের হয়ে একটিমাত্র গোল করেন ওডাফা। এই হারের ফলে অবনমনের আশঙ্কা আরও ঘনিভুত হল মোহনবাগানের জন্য। মোহনবাগান কোচ করিম হারের পরও হতাশ হতে নারাজ।
মোহন কোচ বললেন, দল ঘুরে দাঁড়াবেই। ২০ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ২১। পয়েন্ট তালিকায় করিমের দলকে টপকে ফেলল রাংডাজেড (১৯ ম্যাচে ২১ পয়েন্ট)। এদিন সব বিভাগেই শতবর্ষ প্রাচীন মোহবাগানকে টেক্কা দিল রন্টি মার্টিনসরা।
হারের হতাশা মোহনবাগান সমর্থকরা ফেসবুকে উগড়ে দিলেন।
First Published: Saturday, March 15, 2014, 20:39