Last Updated: Saturday, October 22, 2011, 21:14
আই লিগ অভিযানেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরে যায় মরগ্যানের দল। ইস্টবেঙ্গলের মাঝমাঠকে কার্যত ভোতা
করে দিয়ে বাজিমাত করেছেন চার্চিলের কোচ। খেলার প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে চার্চিলের হয়ে জয়সুচক গোলটি করেন এনডি ওপারা।
এরপর স্ট্র্যাটিজি বদল করেন মরগ্যান।