Last Updated: November 5, 2011 22:49

আইলিগে চাপে পড়ে যাওয়া ইস্টবেঙ্গলের চাকা ঘুরেছে মুম্বই এফসি ম্যাচ জয়ের পর। আর পাঁচ গোলে পরজিত হওয়া মোহনবাগানেরও ঘুরে দাঁড়ানো মঞ্চ হতে চলেছে সেই মুম্বই এফসি ম্যাচই। কাকতালীয় ঘটনা হলেও সত্যি। আর খালিদ জামিলের দলকে যেই মাঠে হারিয়ে আইলিগে অক্সিজেন পেয়েছিল ইস্টবেঙ্গল, সেই বালেওয়াড়ি স্টেডিয়ামই মুম্বই এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগানও। বাস্তব পরিস্থিতিতে মোহনবাগান কিন্তু চোট সমস্যায় বেশ চাপে।আনোয়ার-সতীশের চোটের পর প্রথম একাদশ গড়তে গিয়ে ছেড়া কাথায় শরীর ঢাকার মত অবস্থা। তবুও জাগতার-সুনীলকে আপফ্রন্টে রেখে প্রথম একাদশ গড়ছেন টিডি সুব্রত ভট্টাচার্য। কাগজে কলমে ডেম্পোর থেকেও অনেকটাই পিছিয়ে পড়া দল মুম্বই এফসি। অথচ চোটগ্রস্ত মোহনবাগানের কাছে মুম্বই এফসিই যন কঠিন প্রতিপক্ষ এখন! বড় ব্যবধানে মুম্বই এফ সি-কে হারিয়ে আই লিগে জয়ের খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠে সেই জয়ের ধারা অব্যাহত রাখাটাই লক্ষ্য ট্রেভর মরগ্যানের দলের। আই লিগের সুপার সানডেতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ লাজং এফ সি।ইস্টবেঙ্গল কোচ হিসাবে প্রথমবার উত্তর-পূর্বাঞ্চলের এই দলটির মোকাবিলা করতে হবে মরগ্যানকে। বিপক্ষকে সমীহের চোখে দেখলেও,পরের দুটো হোম ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিশ্চিত করতে চাইছে লাল-হলুদ শিবির।
First Published: Saturday, November 5, 2011, 22:53