Last Updated: October 4, 2012 22:05

শনিবার আই লিগ অভিযান শুরু মোহনবাগানের। প্রথম ম্যাচে বাগানের প্রতিপক্ষ শিলং লাজং এফসি। শিলংয়ে এখন দিনভর বৃষ্টি চলছে। বিকেলে বৃষ্টির মধ্যে ফিল্ডটার্ফে মোড়া প্র্যাকটিস মাঠে অনুশীলন সারলেন টোলগেরা। এদিন অনুশীলনে অবশ্য টোলগে-ওডাফা জুটিকে খোশমেজাজেই দেখা গেল অনুশীলন সারতে। দামি এই ফুটবল জুটির মধ্যে যে প্রচন্ড ঝামেলা, তা দেখে বোঝার উপায় ছিল না এদিনের অনুশীলনে।
মাঠ দেখে খুশি কোচ কাশ্যপ। আয়োজকরা আশ্বস্ত করেছেন,মূল স্টেডিয়ামের মাঠও একইরকম থাকবে। নেহরু স্টেডিয়ামেও রয়েছে ফিল্ডটার্ফ। ফলে বৃষ্টিতে কোনও সমস্যা হবেনা মোহনবাগানের। শুক্রবার সকাল দশটায় মূল স্টেডিয়ামে অনুশীলন সারবে মোহনবাগান।
First Published: Thursday, October 4, 2012, 22:05