Last Updated: Thursday, January 2, 2014, 00:10
রাশিয়ার মাটি থেকে জঙ্গিদের মুছে না ফেলা পর্যন্ত সরকার লড়াই চালিয়ে যাবে। রাশিয়ার জোড়া বিস্ফোরণের কাণ্ডের নিন্দা করে এমনটাই বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। চেচেন জঙ্গি ডকু ওমারভ এই বিস্ফোরণের মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। আসন্ন সোচি অলিম্পিক পণ্ড করতেই এই হামলা বলে মনে করছে প্রশাসন। বিস্ফোরণের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ।