Last Updated: October 3, 2011 15:22

জমজমাট প্রবাসের পুজোও। দিল্লি, মুম্বই তো বটেই, লখনউ, হায়দরাবাদ, জয়পুর, আহমেদাবাদের বিভিন্ন পুজোমণ্ডপেও সকাল থেকে বহু মানুষের ভিড়। মুম্বইয়ের মুখার্জি বাড়ির পুজো বিখ্যাত। রানি মুখার্জির বাড়ির পুজোয় দেখা গেল বলিউড তারকাদের ভিড়। সকালে পুজোমণ্ডপে গিয়েছিলেন কাজল। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি।
First Published: Monday, October 3, 2011, 15:36