Last Updated: Sunday, August 5, 2012, 18:37
অভিনেত্রী হিসেবে তাঁর খ্যাতি আকাশচুম্বী। এখনও তাঁর জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেন এমন অভিনেত্রী খুব বেশি নেই বলিউডে। প্রতিদিন তিনি হয়ে উঠেছেন অতুলনীয়। তিনি কাজল। আর আজ সবথেকে বেশি সংখ্যক `ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী` পুরস্কার প্রাপ্ত ওই অভিনেত্রীর জন্মদিন।