Last Updated: April 25, 2013 13:39

কলকাতা- ১৫৯/৬ (২০ ওভার)
মুম্বই- ১৬২/৫ (১৯.৫ ওভার)
মুম্বই জয়ী ৫ উইকেটে
ম্যাচের সেরা দেওয়ান স্মিথ
ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার নাইটদের। বুধবারের ম্যাচে ৫ উইকেটে কলকাতা হারই বড় নয়, বৃষ্টি ভেজা মাঠে দুই প্রত্যাশায় জটে ছিল শহর। এক গম্ভীরদের জয় আর দ্বিতীয়টি সচিনের জন্মদিনে ভগবানের দুরন্ত ব্যটিং। কিন্তু কেউই কোনও আশা রাখাতে পারেননি।
প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ১৫৯ রান করে। রোহিত শর্মার অধিনায়কত্বে ম্যাচ বের করে আনে মুম্বাই ইন্ডিয়ান্সরা। স্মিথ একাই ৬২ রান করেন। শর্মা এবং পোলার্ডে নেতৃত্বেই জয় এল মুম্বইয়ের ঘরে। চাপ বাড়তে হরভজনের ছয়ে গতি ফেরে মুম্বাই ইন্ডিয়ান্সদের। শেষে রায়ডুর চারেই জয়ী হয় মুম্বাইরা।
কাল সকাল থেকে ৪০এর কেক কাটতে ব্যাস্ত ছিলেন মাস্টার ব্লাস্টার। সন্ধেয় দুরন্ত খেলবেন সচিন। জল ঢাললেন সুনীল নারিন। ২ রানেই প্যাভিলিয়ন ফিরে যেতে হয় সচিনকে। হতাশ মুম্বাই, হতাশা কলকাতার গ্যালারিতেও।
কলকাতা নাইট রাইডার্স |
গৌতম গম্ভীর, জাক কালিস, ইউসুফ পাঠান, মনোজ
তিওয়ারি, ইয়ন মর্গ্যান, দেবব্রত দাস, ইকবাল আবদুল্লা, রজত ভাটিয়া,
সচিত্র সেনানায়কে, সুনীল নারিন, লক্ষ্মীপতি বালাজি |
ব্যাটিং স্কোর
|
ইউসুফ পাঠান |
ক হরভজন বো জনসন
|
১৯ |
গৌতম গম্ভীর
|
ক হরভজন বো ওঝা
|
২৬ |
জাক কালিস
|
ক শর্মা বো ওঝা
|
৩৭ |
মনোজ তিওয়ারি |
বো মালিঙ্গা
|
৩৩ |
ইয়ন মর্গ্যান
|
ক শর্মা বো জনসন |
৩১ |
দেবব্রত দাস |
বো মালিঙ্গা |
৬ |
রজত ভাটিয়া |
নট আউট
|
১ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
অতিরিক্ত: ৬ |
ওভার- ২০
উইকেট- ৬
|
১৫৯ |
মুম্বই ইন্ডিয়ানস বোলিং স্কোর |
বোলার |
ওভার |
রান |
উইকেট |
হরভজন সিংহ
|
২
|
৩৫ |
০ |
মিচেল জনসন |
৪ |
২৬ |
২ |
লসিথ মালিঙ্গা |
৪ |
২৫ |
২ |
প্রজ্ঞান ওঝা |
৪ |
২০ |
২ |
কায়রন পোলার্ড
|
২ |
১৪ |
০ |
জবেন্দ্র সিংহ চাহাল
|
৪ |
৩৪ |
০ |
মুম্বই ইন্ডিয়ানস |
ডোয়েন স্মিথ, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, দীনেশ
কার্তিক, অম্বাতি রায়ডু, কায়রন পোলার্ড, হরভজন সিংহ, মিচেল জনসন,
উজবেন্দ্র সিংহ চাহাল, প্রজ্ঞান ওঝা, লসিথ মালিঙ্গা |
ব্যাটিং স্কোর
|
ডোয়েন স্মিথ
|
ক ম্যাকালাম বো নারিন |
৬২ |
সচিন তেন্ডুলকর |
বো নারিন |
২ |
দীনেশ কার্তিক |
এলবিডব্লিউ বো সেনানায়কে
|
৭ |
রোহিত শর্মা |
ক ও বো নারিন |
৩৪ |
কায়রন পোলার্ড |
ক তিওয়ারি বো ভাটিয়া |
৩৩ |
অম্বাতি রায়ডু |
নট আউট |
১৩ |
হরভজন সিংহ |
নট আউট |
৭ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
অতিরিক্ত: ৪ |
ওভার- ১৯.৫
উইকেট- ৫
|
১৬২ |
কলকাতা নাইট রাইডার্স বোলিং স্কোর |
বোলার |
ওভার |
রান |
উইকেট |
লক্ষ্মীপতি বালাজি
|
৪ |
২৮ |
০ |
ইকবাল আবদুল্লা
|
৪ |
৩৫ |
০ |
সুনীল নারিন
|
৪ |
১৭
|
৩ |
সচিত্র সেনানায়কে
|
৪ |
৫০ |
১ |
রজত ভাটিয়া
|
৩.৫
|
৩২
|
১ |
First Published: Friday, April 26, 2013, 13:23