Last Updated: April 13, 2013 19:57

মুম্বই ইন্ডিয়ন্স-১৮৩/২। পুণে ওয়ারিয়র্স- ১৪২/৮
আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন অশোক দিন্দা। আইপিএলের ইতিহাসে একটা ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়ে ফেললেন দিন্দা। চার ওভার বল করে দিন্দা দিলেন ৬৩ রান। এর আগে এই রেকর্ড ছিল বরুন অ্যারোনের। গতবার দিল্লির বরুন চেন্নাইয়ের বিরুদ্ধে ৬৩ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
ম্যাচের দ্বিতীয় ওভারে দিন্দার বলে পরপর চারটি বলে বাউন্ডারি মারেন সচিন তেন্ডুলকর। এরপর ম্যাচের ১৬ তম ওভারে দিন্দার এক ওভারে ১৯ রান নেন রোহতি শর্মা। ইনিংসের শেষ ওভারে বাংলার এই পেসার দেন ১৬ রান।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচেই আবার অন্য রকম একটা রেকর্ড হল। আইপিএলে প্রথম চারটে ম্যাচেই টসে জিতে রিকি পন্টিং প্রতিযোগিতার মিস্টার গুডলাক স্বীকৃতি পেলেন।
দিন্দার লজ্জার ম্যাচে অঘটন ঘটল না। পুণে ওয়ারিয়র্সকে উড়িয়ে দিয়ে আইপিএলে সিক্সের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল মুম্বই ইন্ডিয়ন্স। সব বিভাগে প্রাধাণ্য রেখে রিকি পন্টিংয়ের দল জিতল ৪১ রানে। প্রথম ব্যাট করে মুম্বই তোলে ১৮২ রান। শুরুতে সচিন, কার্তিক ঝড়ে ভর করে বড় রানের ভিত গড়ে মুম্বই। পরে সেই ভিতে বড় রানের পাহাড় গড়েন রোহতি শর্মা। প্রথম তিন ম্যাচের ব্যর্থতা মুছে সচিন ২৯ বলে করেন ৪৪ রান। ২৯ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেলে কমলা টুপির মালিক হলেন দীনেশ কার্তিক। রোহিত শর্মা ৩২ বলে ৬২ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। পুণের স্পেশালিস্ট বোলারদের হাল এতটাই খারাপ যে কুড়ি ওভারের ম্যাচে বল করলেন দলের আটজন ক্রিকেটার।
জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে পাঁচ ওভারের মধ্যেই ম্যাচের ভাগ্য পরিষ্কার হয়ে যায়। শেষের দিকে অবশ্য মিচেল মার্শের ৩৮ রানের ইনিংসে কিছুটা ভদ্রস্থ রান হয় যুবরাজের দলের।
First Published: Saturday, April 13, 2013, 20:10