Last Updated: Monday, February 3, 2014, 11:47
এবার রোষানলে বই। নারী নির্যাতনের ওপরে বই প্রকাশে কার্যত নিষেধাজ্ঞা জারি করল বই মেলা কর্তৃপক্ষ। আজ বইমেলার মমার্তে যশোধারা বাগচীর `পরিযায়ী নারী` বইটি প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু বইয়ের বিষয় নিয়ে শঙ্কিত গিল্ড কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল মীরাতুন নাহারের। সাম্প্রতিক সময়ে রাজ্যের নারী নির্যাতন ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব তিনি। মনে করা হচ্ছে আশঙ্কার জায়গা থেকেই বইটি প্রকাশের অনুমতি দেয়নি গিল্ড কর্তৃপক্ষ। আয়োজকদের জমা টাকা ফেরত নিয়ে নিতেও বলেছে গিল্ড।