রাঁচি থেকে ৯ টি তাজা বোমা উদ্ধার করল এনআইএ, পাটনায় ব্যবহৃত হয় একই রকম বিস্ফোরক

রাঁচি থেকে ৯ টি তাজা বোমা উদ্ধার করল এনআইএ, পাটনায় ব্যবহৃত হয় একই রকম বিস্ফোরক

রাঁচি থেকে ৯ টি তাজা বোমা উদ্ধার করল এনআইএ, পাটনায় ব্যবহৃত হয় একই রকম বিস্ফোরক পাটনা বিস্ফোরণের পর তল্লাসি চালিয়ে ৯টি তাজা বোমা উদ্ধার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পাটনা বিস্ফোরণে একই বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা।

ঝারখণ্ডের রাঁচির কাছে হিন্দপিরি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে। পুলিসের অ্যাডিসানাল ডাইরেক্টর জেনারেল এস এন প্রধান জানিয়েছেন স্থানীয় পুলিসের সুত্র থেকে তথ্য পেয়ে বিস্ফোরকগুলির হদিস পাওয়া গিয়েছে। গত দু`দিন ধরে ওই সূত্রের ওপর কাজ করছিল এনআইএও। দু`টি টাইমার ঘড়ি লাগানো ১৯টি জিলেটিন স্টিকও উদ্ধার করেছে পুলিস। একটি বন্ধ ঘর থেকে ঘরগুলি উদ্ধার হয়।

খবর পেয়েই দ্রুত তল্লাসি চালিয়ে পুলিস বিস্ফোরক খুঁজে পায় বলে জানিয়েছেন পুলিস সুপার সকেত কুমার সিং। মহম্মদ ইমতাজ আনসারিকে জেরা করে পাটনা বিস্ফোরণ সম্পর্কে যে সব তথ্য পাওয়া যায় তার ওপর ভিত্তি করে নতুন অনেক দিক উঠে এসেছে এনআইএর হাতে। পাটনা ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী হিসাবে মুজাহিদ্দিনের ঝাড়খণ্ড শাখার দায়িত্বে থাকা মহম্মদ তেহেসিন আকতর ও ইমতেয়াজকের সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

First Published: Tuesday, November 5, 2013, 17:58


comments powered by Disqus