Last Updated: February 10, 2014 15:07

অরুণাচল প্রদেশের ১৯ বছরের ছাত্র নিডো তানিয়ামের পোস্টমর্টেম রিপোর্ট অবশেষে প্রকাশ্যে এল। একটি টিভি চ্যানেল অনুযায়ী পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে মাথায় ও মুখে গভীর চোট পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে নিডোর।মাথায় চোটের ফলে মস্তিষ্কে ব্যপক রক্তক্ষরণ হয় নিডোর।
সোমবার বহু প্রতীক্ষিত এই পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হল।
এই ঘটনায় ধৃত তিনজনের বিরুদ্ধে সম্ভবত খুনের মামলা দায়ের করা হবে।
গত মাসের ২৯ তারিখ নিডো ও তাঁর বন্ধুরা দিল্লির লাজপত নগর মার্কেটে কিছু দোকানীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। যে ঘটনার জেরে ওই দোকানী ও কিছু স্থানীয় মানুষ হামলা চালায় নিডোর উপর।
পরের দিন হাসপাতালে মারা যান নিডো।
সংবাদমাধ্যমের হাতে আসা পুলিসি তদন্তে প্রকাশিত স্টেটাস রিপোর্ট অনুযায়ী নিডো ও তার বন্ধুরা দু`বার মারামারিতে জড়িয়ে পরেন।
ওই রিপোর্ট অনুযায়ী ২৯ জানুয়ারি নিডো ও তাঁর দুই বন্ধু রিকম ও থাকি লাজপত নগরে তাঁদের বন্ধু লারকেনের সঙ্গে দেখা করতে যান। সেখানে এক দোকানীকে পথ নির্দেশ জিজ্ঞাসা করলে নিডোর চুলের স্টাইল নিয়ে অপমানজনক মন্তব্য করেন ওই দোকানী। রাগের মাথায় ওই দোকানের কাঁচের শার্সি ভেঙে ফেলেন নিডো।
এরপরেই ওই দোকানি ও তাঁর তিন সঙ্গী ঝাঁপিয়ে পড়ে নিডোর উপর। বর্ণবিদ্বেষমূলক গালাগালির সঙ্গে চলতে থাকে বেধরক মারধোর।
আশেপাশের দোকানিরা এসে বচসা থামান। কিন্তু অভিযুক্ত দোকানি ক্ষতিপূরণের দাবি জানালে নিডো তাদের ৭,০০০ টাকা দেন।
ঘটনা আপাতভাবে শান্ত হলে নিডো ও তাঁর বন্ধুরা পাশেই লারকেনের বাড়ি পৌঁছান। কিন্তু সেখানেও হঠাৎ করেই কিছু ব্যক্তি তাঁদের ঘিরে ফেলেন। ফের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় নিডোর উদ্দেশ্যে। চড়-থাপ্পর মারা হয় নিডোকে। এরপর পুলিস ঘটনাস্থলে পৌঁছায়।
First Published: Monday, February 10, 2014, 15:07