Last Updated: Monday, February 3, 2014, 20:12
নিডো তানিয়ামের মৃত্যু নিয়ে এবার ময়দানে নেমে পড়লেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। আজ জন্তরমন্তরে উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মোমবাতি নিয়ে প্রতিকী প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলেন সোনিয়া পুত্র। প্রতিবাদ মঞ্চ থেকেই ভারতের নাগরিক নিডোর মৃত্যুর দ্রুত বিচার চাইলেন রাহুল। জানালেন দেশটা একটাই। এদেশের সে যেখানেই থাকুন না কেন তিনি দেশেরই নাগরিক।