Last Updated: May 14, 2013 14:41

হাওড়ার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি। এর আগে সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বিজেপি প্রার্থী হিসেবে অসীম ঘোষের নাম ঘোষণা করেন। সেই অনুযায়ী শুরু হয়ে যায় দেওয়াল লিখন। প্রচারেও নেমেছিলেন অসীম ঘোষ। কিন্তু গতকাল রাতে হঠাত্ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হাওড়া উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি।
হাওড়া উপনির্বাচন কেন্দ্র থেকে যেখানে ভাল ফল আশা করছিল বিজেপি, সেখানে হঠাত্ প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও রাজ্য নেতৃত্ব জানিয়েছে, পঞ্চায়েত ভোটের আগে উপনির্বাচনে প্রার্থী দিয়ে তারা সময় নষ্ট করতে চাইছে না। রাজনৈতিক মহলের ধারণা. ২০১৪ লোকসভা নির্বাচনের আগে যাতে তৃণমূলের ভোটব্যাঙ্কে বিশেষ প্রভাব না পড়ে সেই কথা মাথায় রেখেই হাওড়া উপনির্বাচনে প্রার্থী দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
First Published: Tuesday, May 14, 2013, 14:41