সাধারণ বাজেট পেশের দিন বদলাচ্ছে না, No change in budget date

সাধারণ বাজেট পেশের দিন বদলাচ্ছে না

সাধারণ বাজেট পেশের দিন বদলাচ্ছে নাপাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জেরে ফেব্রুয়ারিতে সাধারণ বাজেট পেশের দিনক্ষণ বদলের কোনও প্রস্তাব এমুহুর্তে নেই। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সাধারণ বাজেট পেশ করা হয়। সংসদে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এদিকে গত শনিবারই উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আঠাশে জানুয়ারি থেকে তেসরা মার্চের মধ্যে ওই পাঁচ রাজ্যে ভোট নেওয়া হবে। ভোটগণনা ৪ মার্চ। এর জেরে সাধারণ বাজেটের দিন পিছিয়ে যাবে কিনা সেনিয়ে জল্পনা শুরু হয়েছে।  





First Published: Monday, December 26, 2011, 16:00


comments powered by Disqus