Last Updated: Monday, August 26, 2013, 13:41
আজও পাহাড় জুড়ে কার্যত বনধের ছবি। চলছে মোর্চার `জনতা সড়কে` কর্মসূচী। পাহাড়ের পথ ঘাট আজও কার্যত শুনশান। বন্ধ রয়েছে দোকান বাজার। শুক্রবারই চক বাজারে জয়েন্ট অ্যাকশন কমিটির সমাবেশ থেকে `জনতা সড়কে` কর্মসূচির ঘোষণা করেন মোর্চা নেতা রোশন গিরি। জানান, পিকেটিং বা অবরোধ নয়। এবার পাহাড়ের নানা জায়গায় সভা-সমাবেশ করবে মোর্চা। কিন্তু মোর্চা নেতা রোশন গিরির এই ঘোষণার পরেও পাহাড়ে খোলেনি দোকানপাট, বাজার। রাস্তাঘাটও শুনশান। রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই আসলে বনধের নাম বদলেছে মোর্চা।