পাহাড়ে নেই ইদের খুশি

পাহাড়ে নেই ইদের খুশি

পাহাড়ে নেই ইদের খুশি পাহাড়ের হাসি ফেরাতে পারল না খুশির ইদও। কাল পাহাড়ে পালিত হবে না ইদ। আন্দোলনকারীদের সঙ্গে এককাট্টা স্থানীয় মুসলিম সংগঠনগুলিও। গোর্খাল্যাণ্ড হলে তবেই এই উত্‍সব পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।  পবিত্র ইদের জন্য অবশ্য প্রস্তুত কলকাতা। বিক্ষোভ ইদেও এই ছবিই থাকছে পাহাড়ে। বনধ চলবে। থাকছে না কোনও ছাড়।  
 
পাহাড়ে মুসলিম সংগঠনগুলিও গোর্খাল্যাণ্ড- আন্দোলনে সামিল। তাঁদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, গোর্খাল্যাণ্ড হলে তবেই ইদ। সেই সিদ্ধান্তে অটল তাঁরা। কলকাতা কিন্তু সরগরম খুশির ইদে। সিমুই, ফিরনি, মিষ্টি সবেরই ভরপুর আয়োজন। বিক্রিবাটায় কোনও কমতি নেই। নতুন জামাকাপড়, গয়নাগাটি কেনাতেও একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত সকলে।

খুশির ছোঁয়া চারদিকে। তবে দুধে চোনার মতো রয়েই গেল পাহাড়-কাঁটা।
 

First Published: Thursday, August 8, 2013, 23:31


comments powered by Disqus