Last Updated: Tuesday, January 29, 2013, 17:56
`খান` বিতর্কে জেরবার শাহরুখ খানের জন্য নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাটো করার সিদ্ধান্ত নিল মুম্বই পুলিস। কিং খানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ওয়াঘা সীমান্তের দুপারের দেশের বাক্যবাণ যেভাবে বাড়ছে তাতে কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। মুম্বই পুলিসও ইতিমধ্যেই শাহরুখের জন্য ফের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত দু`সপ্তাহ আগে শাহরুখের জন্য বিশেষ নিরাপত্তা তুলে নেওয়া হয়। মুম্বই পুলিসের বক্তব্য ছিল, আপাতত শাহরুখের কোনও জীবন সঙ্কট নেই।