শাহরুখ প্রেম এখনও মগ্ন করণ

শাহরুখ প্রেমে এখনও মগ্ন করণ

শাহরুখ প্রেমে এখনও মগ্ন করণবয়সটা তাঁর ভালই হয়েছে। এ বছরের শেষে যশ চোপড়ার পরিচালনায় মুক্তি পেতে চলা সিনেমায় তাঁর দাড়িতে পাক ধরতেও দেখা গেছে। রোমান্স ছেড়ে তাঁকে এখন সিরিয়াস রোল করার পরামর্শ দিচ্ছেন অনেকে। কিন্তু তার পছন্দের পরিচালক কিন্তু অন্য রকম কথাই বলছেন। নিন্দুকরা ভুরু কোঁচকাতেই পারেন, কিন্তু বলিউডে রোমান্টিক হিট সিনেমা বানানোর কারিগর করণ জোহর কিন্তু সেটাই বলছেন।
রোমান্টিক `k` সুপার সিরিজের পরিচালক করণ বলছেন, এখনও শাহরুখই `আলটিমেট কিং অফ রোমান্স`। আগামী মাসে করণ জোহরের পরিচালনায় মুক্তি পাচ্ছে রোমান্টিক কমেডি সিনেমা` স্টুডেন্ট অফ দি ইয়ার`। সেই সিনেমার প্রচারেই করণ বললেন, রোমান্টিক সিনেমার কথা ভাবলেই সবার আগে তাঁর শাহরুখের কথাই মনে হয়। সেই সঙ্গে কিং খানকে করণের সার্টিফিকেট, " আমার মনে হয় না রোমান্সের বিষয়ে শাহরুখকে কেউ হারাতে পারবে।"





First Published: Saturday, September 15, 2012, 21:54


comments powered by Disqus