Now, Delhi Secretariat employees to protest against Arvind Kejriwal govt

কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিবাদে যাচ্ছে রাজ্য সরকারের কর্মীরা

আরও কঠিন সমস্যায় দিল্লির সরকার। এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত রজ্য সরকারের কর্মীদের। সম্প্রতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে চান রাজ্য সরকারী কর্মীরা। তিন বার আবেদন জানিয়েও সময় দেননি মুখ্যমন্ত্রী। দাবি না মানা হলে অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা।

অভিযোগ দিল্লি সরকারের কর্মীদের কথাই মাথায় রাখেননি মুখ্যমন্ত্রী।অবিলম্বে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কায়েম করার দাবি তুলেছেন কর্মীরা। সেই সঙ্গে দাবি রাখা হয়েছে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ারও। ১১ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত দাবি মিটিয়ে দেওয়ার চরম সীমা দিয়েছে কর্মীরা।

এর আগে ১৬ জানুয়ারি দিল্লি সচিবালয়ের সমনে বিক্ষোভ প্রদর্শন করে আধাসরকারী কর্মচারিরা।

ছবি : এপি

First Published: Friday, January 24, 2014, 17:12


comments powered by Disqus