Last Updated: April 7, 2012 23:03

শেষ পর্যন্ত মাওবাদীদের হাত থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত মিলল ইতালিয় নাগরিক পাওলো বসুসকোর। দীর্ঘ আলোচনার পর মধ্যস্থতাকারীদের সঙ্গে সহমতে পৌঁছতে পেরেছে ওড়িশা সরকার। সেই সমঝোতা অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়াতেই অপহৃত ইতালিয় নাগরিকের মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে।
গত তিন সপ্তাহ ধরে মাওবাদীদের হাতে বন্দি রয়েছেন পাওলে বসুসকো। মুক্তিপণ হিসেবে প্রথমে ১৩ দফা দাবি পেশ করেছিল মাওবাদীরা। সরকার জানিয়েছিল ২৭ জনকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ১৫ জন চাষি-মুলিয়া, ৮ জন অন্ধ্র ওড়িশা বর্ডার কমিটির এবং ৪ জন ওড়িশা রাজ্য কমিটির সদস্য। ওড়িশা রাজ্য কমিটির সদস্যদের মধ্যে সব্যসাচী পণ্ডার স্ত্রী শুভশ্রী পণ্ডাও রয়েছেন।
মধ্যস্থতাকারীদের তরফ থেকে শনিবার বেশ কয়েকদফা প্রস্তাব দেওয়া হয়। যে প্রস্তাব মেনে নিতে সম্মত হয়েছে সরকার। সেকারণেই সম্ভবত ইতালিয় নাগরিককে মুক্তি দিতে সম্মত হয়েছে মাওবাদীরা।
First Published: Saturday, April 7, 2012, 23:03