অষ্টমীর আড্ডা: অষ্টমীতে কষা মাংসের বাঙাল আচার নাকি ঘটি মতে নিরামিষ অঞ্জলি

অষ্টমীর আড্ডা: অষ্টমীতে কষা মাংস না নিরামিষ অঞ্জলি

পাশাপাশি বাড়ি, একসঙ্গে হাসিহাসি, সুখ-দুঃখ কাটানো অথচ এই একটা দিন দুটো বাড়ি কতটা আলাদা। ঘটি প্রতিমা কাকিমার বাড়িতে অষ্টমীতে আঁশ ঢোকা মানে জাত যাওয়ার সামিল। আর ওপারের কাস বাঙাল গৌরি দি'র বাড়িতে অষ্টমীতে আবার কষা মাংস ছাড়া চলে না। যুক্তি আছে, পাল্টা যুক্তি আছে। ঘটিরা বলে, "ও মা এবার কি কথা? মায়ের পুজোর দিন আঁশ ঘরে আনব! এ যে ভারী অমঙ্গল।" শুনে বাঙালরা বলে, "এ যে ধরি মাছ না ছুঁই পানির যুক্তি। মা কি শুধু অষ্টমীতেই থাকেন। তাহলে নবমীতে হাত চেটে খাসি খাওয়া কেন বাবা! আসলে বাঙালরা খেতে জানে, মজা করতে জানে। মাকে মন দিয়ে পুজোও করতে জানে। তাই জিভকে শান্তি দিয়েই মজা পায়।"
এই যুক্তি-পাল্টা যুক্তির রাস্তায় আপনিও ঢুকে পড়ুন না। বলুন না আপনার কি মনে হয়।  







First Published: Monday, October 22, 2012, 16:34


comments powered by Disqus