Last Updated: Monday, October 22, 2012, 10:06
আজ মহাষ্টমী। আবেগ, ভক্তি আর উত্সব সব একাকার হয়ে গিয়ে মহাষ্টমী জমজমাট। আবেগ, ভক্তি আর উত্সব সব একাকার হয়ে গিয়ে মহাষ্টমী জমজমাট।
সকালে দেবী দুর্গার সামনে পুষ্পাঞ্জলি। কুমারী পুজো। রাতে মহাষ্টমী এবং
মহানবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো। ষষ্ঠীতে বোধন এবং সপ্তমীতে নবপত্রিকা স্নান
হলেও, মহাষ্টমীর অপেক্ষাতেই যেন থাকে আপামর বাঙালী হৃদয়। সকাল থেকেই
মণ্ডপে মণ্ডপে ভিড়। ভিড় পুষ্পাঞ্জলী দেওয়ার।