`আমাদের ধৈর্যের সীমা আছে`, পাকিস্তানকে বার্তা রাষ্ট্রপতির

`আমাদের ধৈর্যের সীমা আছে`, পাকিস্তানকে বার্তা রাষ্ট্রপতির

`আমাদের ধৈর্যের সীমা আছে`, পাকিস্তানকে বার্তা রাষ্ট্রপতির পাকিস্তানকে কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণে প্রণব মুখার্জি বলেন, "ধৈর্যেরও সীমা আছে।" দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত দিয়েছেন তিনি।

নাম না করেই পাকিস্তানের সমালোচনায় সরব হয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারত বন্ধুত্ব বজার রাখার চেষ্টা করলেও সীমান্তে বার বার যুদ্ধ বিরতির চুক্তি ভাঙা হচ্ছে।

৬৭তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির ভাষণে সবচেয়ে উল্লেখযোগ্য মন্তব্য, "আমরা শান্তি চাই, কিন্তু ধৈর্যেরও সীমা আছে। আভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা করা হবে। সীমান্তের অখণ্ডতা বজায় রাখতে সমস্ত রকম পদক্ষেপ নেবে দেশ।``

সীমান্তে মোতায়েন জওয়ানদের সাহসীকতাকে কুর্ণীশ জানানোর পাশাপাশি, শহীদ সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধাও জানিয়েছেন রাষ্ট্রপতি।

First Published: Wednesday, August 14, 2013, 19:58


comments powered by Disqus