Last Updated: Thursday, April 4, 2013, 18:00
মুক্তি নিয়ে অনিশ্চয়তার মুখে একতা কপূর প্রযোজিত ছবি এক থি ডায়ান। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এক থি ডায়ানের। তার আগে ছবির প্রচারের জন্য ডাকিনী বিদ্যায় পারদর্শী ঈপ্সিতা রায় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন প্রযোজক একতা কপূর ও পরিচালক বিশাল ভরদ্বাজ। কিন্তু ঈপ্সিতা অভিযোগ করেছেন, এই ছবিতে ডাকিনীবিদ্যায় পারদর্শী মহিলাদের অপমান করা হয়েছে।