Last Updated: August 6, 2013 19:02

পাক সেনার গুলিতে নিহত পাঁচ ভারতীয় জওয়ান। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে রাতের অন্ধকারে সীমানা টপকে গুলি চালায় পাকিস্তানি সেনা। ঝোপের আড়ালে ওঁত পেতে হামলা চালায় আততায়ীরা।
টহলদারির দায়িত্বে থাকা বাহিনীর ওপর হামলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি সংসদে জানিয়ছেন, "পাক সেনার পোশাকে ২০ জন জঙ্গি হামলা চালিয়েছে।" পাকিস্তানের ডেপুটি হাই কমিশনরকে তলব করেছে ভারত।
কংগ্রেস সভানেত্রী তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "এই ধরণের ভয়ানক ঘটনার সামনে ভারত কিছুতেই মাথা নত করবে না।" ভারত সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।
প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সীমান্তে গোলাগুলি নিয়ে আজ সংসদে তুমুল শোরগোল তোলে। ভারতের পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ রাখা উচিৎ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। যশবন্ত সিনহা প্রশ্ন তোলেন, "কংগ্রেস কি ভারতের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে, তা স্পষ্ট করুক।"
যদিও গোটা ঘটনায় দায় এড়ানোর প্রথাই বজায় রেখেছে পাকিস্তান। সেদেশের সেনার প্রতিক্রিয়া, "ভারতের কোনও অভিযোগ আমরা মানছি না।"
First Published: Tuesday, August 6, 2013, 19:02