বিএসএফ পোস্ট লক্ষ্য করে সীমান্তে ফের চলল গুলি, আহত ২ জওয়ান

বিএসএফ পোস্ট লক্ষ্য করে সীমান্তে ফের চলল গুলি, আহত ২ জওয়ান

 বিএসএফ পোস্ট লক্ষ্য করে সীমান্তে ফের চলল গুলি, আহত ২ জওয়ান বিএসএফ পোস্ট লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা। জম্মু-কাশ্মীর সীমান্তের ২৫টি পোস্টে গুলি চলে। গতকাল রাত থেকে জম্মু ও সাম্ভা জেলায় গুলিগোলা চলছে। জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতেই লাগাতার শান্তিচুক্তি ভঙ্গ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

নতুন করে শুরু হওয়া গুলিতে ২ বিএসএফ জওয়ান আহত হয়েছেন। এক অনুপ্রবেশকারী ভারতীয় সেনায় গুলিত নিহত হয়েছে বলে খবর। কাথুয়া, সাম্ভা, হিরা নগর প্রভৃতি সীমান্ত এলাকায় এখনও গুলি চলছে।

গত দু`মাসে ১৫০ বার সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবিষয়ে দিল্লির পাল্টা জবাবের দাবি করেছেন। তিনি এও বলেন, "এই পরিস্থিতি যদি লাগাতার চলতে থাকে, তালে আলোচনা করাই মুশকিল।"

সীমা পারে লাগাতার শক্তি বাড়ানোর পক্রিয়া চালাচ্ছে পাকিস্তান। গোয়েন্দাদের অনুমান সীমানার ওপারে প্রায় ৪০টি শিবিরে দিনরাত ৭০০ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

First Published: Saturday, October 19, 2013, 10:51


comments powered by Disqus