Last Updated: July 29, 2013 09:28

পঞ্চায়েত ভোটের আজ ফলপ্রকাশ। গণনা শুরু গ্রাম পঞ্চায়েতের আসনে। এরপর পঞ্চায়েত সমিতি এবং সবশেষে গণনা হবে জেলা পরিষদের। রাজ্যের ৩২৯টি গণনাকেন্দ্রে ফল জানা যাবে। এবার গ্রাম পঞ্চায়েতে প্রার্থী ৪৮, ৮০০ জন। পঞ্চায়েত সমিতিতে প্রার্থী রয়েছেন ৯২৪০ জন। জেলা পরিষদে ৮২৫ জন প্রার্থী রয়েছেন। ৬২৭০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
১৪টির পরিবর্তে এবার গণনাকেন্দ্রে টেবিলের সংখ্যা থাকছে ২০টি। কোচবিহার এবং জলপাইগুড়িতে বাড়তি টেবিল থাকছে। ভোটগণনার জন্য বাড়তি কর্মীরও ব্যবস্থা করেছে কমিশন। গণনাকেন্দ্রের বাইরে এজেন্ট, কাউন্টার পার্সোনেল কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না। বেশ কিছু কেন্দ্রে সিসিটিভি থাকছে। গণনা চলাকালীন কেন্দ্রগুলির বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। আজ রাতের মধ্যে গণনাপর্ব মিটে যাবে বলে আশা নির্বাচন কমিশনের।
First Published: Monday, July 29, 2013, 09:28