Last Updated: February 27, 2014 20:59

বহুদিন সম্পর্কে থাকার পর বয়ফ্রেন্ড সংগ্রাম সিং-এর সঙ্গে আংটি বদল করলেন পায়েল রোহতগি। শিবরাত্রির দিন আমেদাবাদে আংটি বদল করলেন দুজনে। সারভাইভর ইন্ডিয়ার শোতে দুজনের সম্পর্কের সূচনা। তারপর দুবছর লিভ-ইন সম্পর্কে থাকার পর অবশেষে এনগেজমেন্ট সেরে ফেললেন তাঁরা।
আংটি বদলের পর পায়েল বলেন, ""আজ মহাশিবরাত্রির বিশেষ দিনে সংগ্রাম সিংয়ের সঙ্গে আংটি বদল করলাম আমি। শিবজীকে অনেক ধন্যবাদ।`` আংটি বদল অনুষ্ঠান ছোট করেও হলে নভেম্বরে গ্র্যান্ড বিয়ের জন্য অপেক্ষা করছে বলিউড।
সংগ্রাম এ দিন বলেন, ""পায়েলকে অনেকেই বলেছিল বিগ বসের ঘর থেকে বেরনোর পর আমি বদলে যাব। কিন্তু আমার পারিবারিক মূল্যবোধ এখনও অক্ষুন্ন রয়েছে। সম্পর্ক আমার কাছে সময় কাটানো নয়। লিভ-ইন সম্পর্কে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু যেই ধরণের মূল্যবোধ নিয়ে আমি জন্মেছি তাতে আমার কাছে বিয়ে খুব গুরুত্বপূর্ণ। আমার সিদ্ধান্তে আমার অভিভাবকরা খুশি।``
অন্যদিকে পায়েল বলেন, ""যেহেতু আমাদের রিয়্যালিটি শোয়ে আলাপ এবং তারপর থেকে আমরা লিভ ইন সম্পর্কে ছিলাম তাই অনেকেই ভাবত এই সম্পর্ক টিকবে না। এনগেজমেন্ট ওদেরকে চমকে দিয়েছে। এখনও শপিং শুরু করিনি। আমেদাবাদে বাবাকে সম্পত্তি সংক্রান্ত কাজে সাহায্য করছি। ভাবলাম এখনই আংটি বদল সেরে ফেলি।``
বছর তিনেক আগে একটি রিয়্যালিটি শোতে একসঙ্গে ৪৫ দিন কাটিয়েছিলেন পায়েল ও সংগ্রাম। পায়েল বলেন, ""তখন থেকেই বুঝেছিলাম সংগ্রাম এক কথার মানুষ। আমার মা, বাবা ষোলো বছর আলাদা থাকছিলেন। সংগ্রাম আবার ওদের একসঙ্গে এনেছে। আমার জীবনকেও অনেক শান্ত করেছে সংগ্রাম। ওর মতো মানুষ সত্যিই খুব কম রয়েছে। আমরা একে অপরের থেকে অনেক আলাদা, কিন্তু দুজন দুজনকে পরিপূর্ণ করি। একসঙ্গে থাকার ফলে একে অপরকে আরও ভালভাবে চিনেছি আমরা। ``
ভ্যালেন্টাইনস নাইট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
First Published: Thursday, February 27, 2014, 20:59