Last Updated: Sunday, December 22, 2013, 15:59
বিতর্কই যে শো-এর টিআরপি বাড়ানোর সেরা উপায়, সেই শো-থেকেই বিদায় জানাতে হল বিতর্কের চূড়ামণিকেই। শারীরিক নির্যাতনের দায়ে বিগ বস-এর গোপন ঘর থেকে পুলিসের কাছে গ্রেফতার হওয়া আরমান কোহলি ঘর ছাড়লেন। ভোটিংয়ে হেরে গেম থেকে বাদ পড়ে গেলেন আরমান। তবে অনেকেই বলছেন, টিআরপি- বাড়ানোর খেলায় নেমে শালীনতার মাত্রা ভাঙা আরমানকে বিরক্ত হয়েই বাদ দিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ। অনেকে আবার বলছেন, আরমান ইস্যুকে বাড়িয়ে আর টিআরপি আসবে না বুঝতে পেরেই জানি দুসমান-এর ভিলেনকে বাদ দিয়ে দেওয়া হল।