Last Updated: June 13, 2014 20:14
তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বাগবিতণ্ডায় ভেস্তে গেল সিন্ডেকেট নিয়ে নিউটাউন থানার শান্তি বৈঠক। বৈঠকের শুরুতেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন শাসকদলের বিবদমান গোষ্ঠীর প্রতিনিধিরা। তারপর আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না।
সিন্ডিকেটের দখল নিয়ে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় দলের বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষের খবর সামনে আসায় অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। প্রতিবারই প্রশ্ন ওঠে সংঘর্ষ থামাতে পুলিসি ব্যর্থতা নিয়ে। বৃহস্পতিবারই, বিধানসভায় গিয়ে সিন্ডিকেট নিয়ে দলের নেতানেত্রীদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এরপর শুক্রবার প্রশাসনিক তরফে শান্তি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল নিউটাউন থানার তরফে। যদিও সেই উদ্যোগ সফল হয়নি।
First Published: Friday, June 13, 2014, 20:14