Last Updated: Wednesday, March 7, 2012, 17:54
রাজারহাটে সিন্ডিকেট ব্যবসার জাল কতটা বিস্তৃত, তা কিছুদিন আগেই বাগুইআটিতে স্বপন মণ্ডলের খুনের ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। স্বপন মণ্ডল খুনের পর কেটে গেছে বেশ কয়েক মাস। কিন্তু বদলায়নি রাজারহাট। এখনও রাজনৈতিক মদতে রমরমিয়ে চলছে সিন্ডিকেট-রাজ। এই নিয়ে ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট। সিন্ডিকেটের দাপট, তৃতীয় পর্ব।